Wellcome to National Portal
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুলাই ২০২৩

এসআরডিআই-এর মহাপরিচালক হিসেবে জনাব মোঃ ছাব্বির হোসেন এর যোগদান


প্রকাশন তারিখ : 2023-03-12

মোঃ সাব্বির হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক হিসেবে  ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঝালকাটি জেলার অন্তর্গত ঝালকাটি সদর উপজেলার পরমহল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ থেকে বি.এসসি-এজি (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস ডিগ্রি লাভ করেন। মিঃ হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি ১৯৯১ সালে দশম বিসিএস (কৃষি ক্যাডার) এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে (এসআরডিআইতে) যোগ দেন। এসআরডিআই-এর একজন বিজ্ঞানী হিসেবে তিন দশকের বেশী সময় ধরে দেশের বিভিন্ন কৃষি অঞ্চল থেকে বৈচিত্রপূর্ণ কাজের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। চাকরি জীবনে তিনি পাহাড়ি মাটি, পিট মাটি, লবণাক্ত মাটি, অ্যাসিড সালফেট মাটি এবং সিলেট অববাহিকার মাটির মতো সমস্যাযুক্ত মাটি মোকাবেলা করার সুযোগ পেয়েছিলেন।

তিনি ২৬টি আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপ এবং ৪টি বিস্তারিত জরিপ পরিচালনা করেন। তার দ্বারা প্রস্তুত ও সম্পাদিত উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) সংখ্যা যথাক্রমে ১০ এবং ১২। তিনি “বাংলাদেশের পানির লবণাক্ততা” শিরোনামের বইটির সহ-লেখক। তার দীর্ঘ চাকুরী জীবনে জনাব হোসেন দেশ ও বিদেশ থেকে বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ICIMOD, প্ল্যানিং কমিশন, CERDI, BAU, BARD, DAE, CIMMYT, BARI, AIS, IFDC থেকে বিভিন্ন বিষয়ে দেশের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি "আর্দ্র এবং উপ-আর্দ্র অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণ এবং মৃত্তিকা উর্বরতা ব্যবস্থাপনা" বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন যা ২০০২ সালে ডেনমার্কে অনুষ্ঠিত তিন মাসব্যাপী বিদেশী প্রশিক্ষণ ছিল। জনাব হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) এমএস শিক্ষার্থীদের থিসিস পরীক্ষক। তিনি বাংলাদেশ সোসাইটি অব সয়েল সায়েন্স এবং বাংলাদেশের কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্য। তিনি টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে এসআরডিআই-এর সেবাগুলিকে সম্প্রসারণের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন। টেকসই মাটি ব্যবস্থাপনায় তার অসামান্য অবদানের জন্য, তাকে বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২২-ভূষিত করা হয়েছে।