২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে স্বাস্থ্যবিধি মেনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট- এ যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবংস্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ, ২০২১, রোজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কেআইবি কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) এ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মপর্কিত এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য উল্লেখ পূর্বক চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীগণ তাদের নিজ নিজ ধর্মানুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরন করে প্রার্থনায় অংশগ্রহন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে অফিস ভবনে আলোক সজ্জা করা হয়।