বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০৩ (তিন) দিন ব্যাপী "ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮" আয়োজন করা হয়। এতে জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণপূর্বক তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকান্ড, ওয়েব পোর্টাল, উদ্ভাবিত প্রযুক্তি, সেবা ইত্যাদি উপস্থাপন করেন।
উক্ত "ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮" এ মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র ,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বান্দরবান কার্যালয় অংশগ্রহণের মাধ্যমে বান্দবান জেলার "শ্রেষ্ঠ ওয়েব পোর্টাল (www.srdi.bandarban.gov.bd) দপ্তর " হিসেবে সম্মাননা সনদসহ "প্রথম স্থান" অধিকার করে।