Wellcome to National Portal
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ ৭-৮ ও ১৩-১৪ ফেব্রুয়ারী ২০১৭ খ্রিঃ তারিখে ইনোভেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-02-16

গত ৭-৮ ফেব্রুয়ারী, ২০১৭ ইং এবং ১৩-১৪ ফেব্রুয়ারী, ২০১৭ ইং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ "নাগরিক সেবায় উদ্ভাবন" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর পরিচালক জনাব খোন্দকার মঈনউদ্দিন। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর সকল জেলা কার্যালয় ও গবেষণাগারের ৬০ কর্মকর্তা দুই ব্যাচে এ প্রশিক্ষণ গ্রহণ করেন। দুই দিন ব্যাপি ২ টি প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপসচিব এটুআই-মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-পরিচালক জনাব কাজী আব্দুর রায়হান এবং এটুআই-এর ক্যাপাসিটি বিল্ডিং এসোসিয়েট মোঃ মাহাবুবুর রহমান প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কর্মকর্তাগণ বিভিন্ন গ্রুপ-এ বিভক্ত হয়ে বেশ কয়েকটি উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা প্রশিক্ষণ সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর কাজে নতুন মাত্রা যোগ করবে। এ সময় তারা প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরো আয়োজনের ব্যাপারে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।