১৫ আগষ্ট-জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৫ আগষ্ট সকালে এসআরডিআই এর প্রধান কার্যালয় থেকে একটি শোক র্যালি প্রথমে কৃষিবিদ ইনস্টিটিউশনে জমায়েত হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে গমন করে। সেখানে এসআরডিআই এর পরিচালক মোঃ দেলোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মকবুল হোসেন, কোরিলেশন শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবদুল বারী সহ এসআরডিআই- সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।