Wellcome to National Portal
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০১৮

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক হিসাবে বিধান কুমার ভান্ডার-এর যোগদান


প্রকাশন তারিখ : 2018-03-01

কৃষিবিদ বিধান কুমার ভান্ডার, বিসিএস (কৃষি) অদ্য ০১ মার্চ, ২০১৮ তারিখ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচাল-এর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (এজি) অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ইতোপূর্বে তিনি কর্মসূচি পরিচালক এবং প্রকল্প পরিচালকসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

তিনি লবণাক্ত এলাকাসহ দক্ষিণ বংগের কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি মৃত্তিকা বিজ্ঞানসহ কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমসহ দেশী-বিদেশী বিভিন্ন সভা/সেমিনারে অংশগ্রহণ করেছেন। তাঁর মাটি ও পানির লবণাক্ততা ব্যবস্থাপনা, ফসল উৎপাদনে সার ও পানির ব্যবহারের উপর ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি বাগেরহাট জেলার মংলা উপজেলার আরাজী মাকোড়ঢোন গ্রামে জন্মগ্রহণ করেন।